রাজশাহী,(১৪ফেব্রুয়ারী) : রাজশাহীর কাঁটাখালীতে ইসলামী ছাত্র শিবিরের হামলায় ঘর্ষে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁটাখালীর সমসাদীপুরে শিবির ক্যাডারদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।সকালে ওই এলাকা থেকে শিবির ক্যাডাররা আকস্মিক ঝটিকা মিছিল বের করে।
এ সময় তারা রাস্তার ওপরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ তাদের বাধা দিলে শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।
পুলিশ অর্ধশতাধিত টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। এ সময় শিবিরের ৬/৭ জন আহত হয়েছে বলে দাবি করা হয় শিবিরের পক্ষ থেকে। পরে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয়।
পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান জানান, এ ঘটনায় ওই এলাকায় বতর্মানে অভিযান চালানো হটেচ্ছ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। যানচলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে, একই সময় নগরীর বাঁশপুকুর এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে শিবির মিছিল বের করে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্ট করে। কিন্তু সেখানে আগে থেকে পুলিশ মোতয়ন থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
পুলিশ তাদের ধাওয়া করলে শিবির ক্যাডারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের এক কনটেবল আহত হয়।
রাজপাড়া থানার ওসি আনিসুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যের নাম এখনও জানা যায়নি। তাকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি আনিসুজ্জামান।
নিউজরুম