অনলাইন ইলেকট্রনিক সুপারভিশন ড্যাশবোর্ড চালু

0
550
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১৪ ফেব্রুয়ারী): বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ব্যাংক খাতে জালিয়াতি প্রতিরোধের জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে
ঢাকায় গতকাল বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য প্রতারণা: চিহ্নিতকরণ ও প্রতিরোধশীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেনকর্মশালায় আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান; কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের উপদেষ্টা মোহাম্মদ হোসেন; আইসিসিবির ব্যাংকিং, টেকনিক ও প্র্যাকটিসেস-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মামুন রশীদ; মহাসচিব আতাউর রহমান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) বাণিজ্যিক অপরাধসেবা-সংক্রান্ত পরিচালক পি মুকুন্দন বক্তব্য দেন
আতিউর রহমান রাষ্ট্রীয় ও বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতে সাম্প্রতিক সময়ের জালিয়াতির ঘটনা উল্লেখ করে বলেন, ঋণ প্রশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্রুটি ও অসম্পূর্ণতা পাওয়া গেছেএ ছাড়া, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোতে বাধ্যতামূলক নিয়ন্ত্রণ, গ্রাহককে জানা (কেওয়াইসি), ঋণঝুঁকির গ্রেডিং ও মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে অসতর্কতার প্রমাণ মিলেছেআইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে
আতিউর রহমান বলেন, ব্যাংক খাতে জালিয়াতি প্রতিরোধ এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করতে বাংলাদেশ ব্যাংক দেরিতে হলেও অনলাইন ইলেকট্রনিক সুপারভিশন ড্যাশবোর্ড চালু করেছে, যাতে ব্যাংকের চলমান লেনদেনের উপাত্ত থেকে লেনদেনের জালিয়াতি চিহ্নিত করা যায়বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক এটা ব্যবহার করছে
গভর্নর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ শাখার সব এলসি বা ঋণপত্রের লেনদেন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বলেন, যাতে তাঁরা তাক্ষণিকভাবে যেকোনো সন্দেহজনক জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনতিনি জালিয়াতি প্রতিরোধে ব্যাংকগুলোতে সুইফট-ব্যবস্থার মাধ্যমে এলসি খোলার পরামর্শ দেন
গভর্নর আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি যদি বিশ্বস্ততার সঙ্গে যথাযথভাবে পালন করা হয়, তবে ব্যাংকগুলো অভ্যন্তরীণ কলঙ্ক ও জালিয়াতি থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে

 

নিউজরুম্

 

শেয়ার করুন