নব্য স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনর্বহালের প্রত্যয় ব্যক্ত করেছেন: আমান উল্লাহ

0
134
Print Friendly, PDF & Email

ঢাকা,(১৪ ফেব্রুয়ারী) : নব্য স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র উদ্ধারে জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
শিক্ষা ‍অধিকার চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধানিবেদন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
আমান বলেন, “গণতন্ত্রের জন্য ১৯৮৩ সালে জয়নাল-জাফররা যেভাবে জীবন দিয়েছেন, তেমনি শেখ হাসিনার মতো নব্য স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র উদ্ধারে জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করা হবে।”
এ সময় “সরকার পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে” বলেও অভিযোগ করেন আমান।
এ সময় আরও বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা হাবিরুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
’৮৩ এর আন্দোলনে শহীদদের আরও শ্রদ্ধা জানায়- বাংলাদেশ ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।

নিউজরুম

শেয়ার করুন