১৪ ফেব্রুয়ারি, ২০১৩: বইমেলায় যাই
বছর ঘুরে আবারও বাংলা একাডেমীর মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছেঅমর একুশে গ্রন্থমেলা। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। যাঁরাভালো বই কিনতে ইচ্ছুক, তাঁরা বইমেলায় গিয়ে কিছু ভালো বই কিনে নেবেন। দুপুরতিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। সারা রাত ও সারা সকাল বন্ধথাকবে। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র সাত ঘণ্টা এই মেলা খোলা থাকবে। শুধু একুশেফেব্রুয়ারিতে বইমেলা সকাল থেকে শুরু করে ক্লান্ত দুপুর ও উদাস বিকেল এবংমায়াবি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। তাই ঠিক সময়মতো মেলায় গিয়ে কিছু ভালোবই সংগ্রহের এখনি সঠিক সময়। প্রত্যেকে বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বইপড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। প্রত্যেকে বেশি বেশি বই পড়ে সুশিক্ষায়শিক্ষিত, জ্ঞানী হয়ে নিজেকে দেশ, পৃথিবী ও মহাবিশ্বের কল্যাণে নিয়োজিতরাখুন।
দীপু প্রামানিক, নবাবগঞ্জ, ঢাকা।
তোতলামি
পৃথিবীতেঅনেক ধরনের প্রতিবন্ধী আছে। সরকারি চাকরিসহ অনেক চাকরিতে কোটা পদ্ধতি থাকায়এ ধরনের প্রতিবন্ধীরা ‘প্রতিবন্ধী কোটায়’ বিশেষ সুবিধা পেয়ে থাকে। কিন্তুসমাজে আরও কিছু ধরনের প্রতিবন্ধী আছে, যাদের কখনো প্রতিবন্ধী বলেই মূল্যায়নকরা হয় না। তার মধ্যে তোতলা অন্যতম। যাদের কথা বলার ধরন অনেকের কাছেতাচ্ছিল্যের বিষয়। হাসির খোরাকও বটে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পরমৌখিক পরীক্ষায় যখন কোনো প্রার্থী মুখোমুখি হয়, তার জন্য সবচেয়েগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর বাচনভঙ্গি, প্রাঞ্জল উচ্চারণ ও সঠিকপ্রশ্নোত্তর। কিন্তু তোতলা হওয়ার কারণে অনেক সঠিক উত্তর জানা সত্ত্বেওসুন্দরভাবে তারা বলতে পারে না। ফলাফল, ওই প্রার্থী অবিবেচিত। এতে তারা হতাশহয়ে পড়ে।
যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তোতলামোর কারণে চাকরিতে অবিবেচিতহতে হয়, তবে আশা করি তোতলাদের শারীরিক প্রতিবন্ধী বলে ঘোষণা দেওয়া উচিত, নতুবা মৌখিক পরীক্ষায় তোতলাদের তোতলামো মার্জনা করা উচিত।
তৌহিদুল তুহিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা