বইমেলায় যাই

0
178
Print Friendly, PDF & Email

১৪ ফেব্রুয়ারি, ২০১৩: বইমেলায় যাই
বছর ঘুরে আবারও বাংলা একাডেমীর মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছেঅমর একুশে গ্রন্থমেলা১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবেযাঁরাভালো বই কিনতে ইচ্ছুক, তাঁরা বইমেলায় গিয়ে কিছু ভালো বই কিনে নেবেনদুপুরতিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবেসারা রাত ও সারা সকাল বন্ধথাকবে২৪ ঘণ্টার মধ্যে মাত্র সাত ঘণ্টা এই মেলা খোলা থাকবেশুধু একুশেফেব্রুয়ারিতে বইমেলা সকাল থেকে শুরু করে ক্লান্ত দুপুর ও উদাস বিকেল এবংমায়াবি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবেতাই ঠিক সময়মতো মেলায় গিয়ে কিছু ভালোবই সংগ্রহের এখনি সঠিক সময়প্রত্যেকে বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বইপড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিনপ্রত্যেকে বেশি বেশি বই পড়ে সুশিক্ষায়শিক্ষিত, জ্ঞানী হয়ে নিজেকে দেশ, পৃথিবী ও মহাবিশ্বের কল্যাণে নিয়োজিতরাখুন
দীপু প্রামানিক, নবাবগঞ্জ, ঢাকা

তোতলামি
পৃথিবীতেঅনেক ধরনের প্রতিবন্ধী আছেসরকারি চাকরিসহ অনেক চাকরিতে কোটা পদ্ধতি থাকায়এ ধরনের প্রতিবন্ধীরা প্রতিবন্ধী কোটায়বিশেষ সুবিধা পেয়ে থাকেকিন্তুসমাজে আরও কিছু ধরনের প্রতিবন্ধী আছে, যাদের কখনো প্রতিবন্ধী বলেই মূল্যায়নকরা হয় নাতার মধ্যে তোতলা অন্যতমযাদের কথা বলার ধরন অনেকের কাছেতাচ্ছিল্যের বিষয়হাসির খোরাকও বটে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পরমৌখিক পরীক্ষায় যখন কোনো প্রার্থী মুখোমুখি হয়, তার জন্য সবচেয়েগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর বাচনভঙ্গি, প্রাঞ্জল উচ্চারণ ও সঠিকপ্রশ্নোত্তরকিন্তু তোতলা হওয়ার কারণে অনেক সঠিক উত্তর জানা সত্ত্বেওসুন্দরভাবে তারা বলতে পারে নাফলাফল, ওই প্রার্থী অবিবেচিতএতে তারা হতাশহয়ে পড়ে
যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তোতলামোর কারণে চাকরিতে অবিবেচিতহতে হয়, তবে আশা করি তোতলাদের শারীরিক প্রতিবন্ধী বলে ঘোষণা দেওয়া উচিত, নতুবা মৌখিক পরীক্ষায় তোতলাদের তোতলামো মার্জনা করা উচিত
তৌহিদুল তুহিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

 

শেয়ার করুন