প্রথম ভালোবাসার রঙিন স্মৃতি

0
424
Print Friendly, PDF & Email

১৪ ফেব্রুয়ারি, ২০১৩: এসেছে বসন্তএখন ফাগুন মাসফাগুনের মোহনায় নোঙর করেছে ভালোবাসা দিবসভালোবাসা মধুর, ভালোবাসা যাতনাময়তবু সবাই ভালোবাসার কাঙালতারকারাজানাচ্ছেন তাঁদের প্রথম ভালোবাসার রঙিন স্মৃতি

কনা
আমি তখনমগবাজার গার্লস স্কুলে ক্লাস নাইনে পড়িথাকতাম ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ায়তখন প্রথমবারের মতো একটি ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব আসেনীল রঙেরএকটি কার্ডের মধ্যে সোনালি রঙের কলম দিয়ে সে আমার একটি ছবি এঁকে ও কবিতালিখে আমাদের বাসায় পাঠায়দুর্ভাগ্যজনকভাবে ছবি ও কবিতাটি পড়ে বাবার হাতেবাবা ছবি ও কবিতাদুটোই আমার কাছে দিয়ে দেনএগুলো হাতে পাওয়ার পর ছেলেটিসম্পর্কে আমার আগ্রহ জন্মায়খোঁজ নিয়ে জানতে পারলাম, সে আমাদের এলাকায়ইথাকেআমার জীবনে ক্লাস নাইনে এই প্রেমের প্রস্তাব পাওয়া একটি স্মরণীয়ঘটনা

ইমন
আমার বন্ধুরা আমাকে লাজুক হিসেবে জানতস্কুলের গণ্ডিপেরিয়ে তখন কলেজে উঠেছিসিটি কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হইমগবাজারেহিসাববিজ্ঞান প্রাইভেট পড়তামছেলেমেয়ে একসঙ্গে পড়তামস্যারের বাসায়ই একটামেয়েকে আমার ভালো লাগেকিন্তু লাজুক স্বভাবের কারণে সাহস করে বলতে পারতামনাআমি একটি কৌশল অবলম্বন করিইচ্ছা করেই আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময়কলম নিতাম নাপ্রতিদিনই সে আমাকে কলম দিতএকদিন খাতা নিতে ভুলে গেলামএরপর সে আমাকে খাতাও দেয়খাতার ভেতর একটি চিঠি লিখে দেয়তখন জানতেপারলাম, সেও আমাকে ভালোবাসেতার কাছ থেকে চিঠিটি পাওয়ার পর আমি বেশনার্ভাস হয়ে যাইএরপর আর কোনো দিন তার দিকে তাকাইনিএমনকি প্রেমের এইচিঠি পাওয়ার পর থেকে আমি খাতা আর কলম নিতে কখনো ভুলিনি
শুনেছি মেয়েদেরকেউ প্রেমের প্রস্তাব দিলে তা মা-বাবার কাছে বলে দেয়আমার সে রকম কিছুহয়নি, কিন্তু বাসার সবার ভয়ে আমি প্রায়ই বাথরুমে বসে সেই মেয়েটির প্রেমেরচিঠিটি পড়তামআর মনে মনে খুব হাসতাম

শখ
প্রেম বোঝার মতো বয়সহওয়ার আগেই আমার জীবনে প্রেমের প্রস্তাব আসেতখন আমি পুরান ঢাকারগেন্ডারিয়া হাইস্কুলে ক্লাস সিক্সে পড়িস্কুলের সেকেন্ড বেঞ্চে বসতামএটিআমাদের কয়েকজন বান্ধবীর দখলেই ছিলস্কুলে পড়ার সময় নানা ধরনের স্টিকারসংগ্রহ করতামএকদিন সকালে স্কুলে এসে দেখি, আমার বেঞ্চে আমারই পছন্দেরবিভিন্ন ধরনের স্টিকার, ফুল ও একটি চিঠিচিঠিটি খুলে দেখি, সেখানে আমাকেনিয়ে ভালোবাসার নানা কথাচিঠিটি পড়ে ভয় পেয়ে গেলামচিঠির মানুষটি পুরোপরিচয় না দিলেও একটা লিংক দিয়ে দেয়তারপর আমার অন্য বন্ধুদের বিষয়টি বলারপর তারা ওই ছেলেটার খোঁজ নিতে শুরু করেপরে জানা গেল, ছেলেটি আর কেউ নয়, আমারই ঘনিষ্ঠ এক বান্ধবীর বড় ভাই

শেয়ার করুন