জেলা ও উপজেলা পর্যায়ের সব যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালে আনা হবে

0
129
Print Friendly, PDF & Email

 

সংসদ ভবন,(১৩ ফেব্রুয়ারী): জেলা ও উপজেলা পর্যায়ের সব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম বিদ্যমান ট্রাইব্যুনালে করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের কবিরুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এরইমধ্যে যুদ্ধাপরাধসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। দুই ট্রাইব্যুনাল  আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালনা করছে। জেলা ও উপজেলায় সব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম এ দুই ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে আশা করা যায়।” সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সদস্যদের বিচারের লক্ষ্যে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল শিগগিরই গঠন করে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

নিউজরুম

 

শেয়ার করুন