সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

0
116
Print Friendly, PDF & Email

ঢাকা,(১৩ ফেব্রুয়ারী) : দৈনিক নয়া দিগন্তসহ অন্যান্য পত্রিকা অফিসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকরা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রামসহ অন্যান্য পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে সমাবেশ থেকে এ আল্টিমেটাম জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে নয়াদিগন্ত অফিসের প্রেসের গুদামের সামনে একটি গাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগে। এতে গাড়িটিসহ প্রেসের কাগজের রোল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি আগুন দিয়ে নয়া দিগন্ত অফিসের ভেতরে ঢুকে যায়। ফায়ার সার্ভিস ও পত্রিকাটির কর্মীরা আগুন নেভানোর পর পুলিশ তল্লাশি চালায় অফিসটিতে। এ সময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

বিএনপি-জামায়াতপন্থী বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী সমাবেশে বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে দৈনিক নয়া দিগন্ত অফিসে হামলাকারীদের গ্রেফতার করা না হলে সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে।’’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল আমিন বলেন, ‘‘আপনি শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দায়িত্ব, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা।

কিন্তু আপনার আচরণ সংবাদপত্র বন্ধ করার মতো।’’

তিনি দাবি করেন, ‘‘১৯৭৪ সালে আওয়ামী লীগ সংবাদপত্র বন্ধ করে দিয়ে দেশে এক কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। ১৯৯৬ সালেও আরো একবার এ ধরনের কাজের চেষ্টা হয়েছিল। এখন আবারও সংবাদপত্র বন্ধ করতে চাইছে সরকার।’’

মিডিয়ার ওপর হামলায় আশঙ্কা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘‘সংবাদপত্র বন্ধ করার ইতিহাসে এর আগেও আওয়ামী লীগের নাম রয়েছে।’’

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে ‍অপরাধীরা গ্রেফতার না হলে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাঁসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করে দেশের ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আন্দোলন শুরু করা হবে।’’

সমাবেশে বিএনপি-জামায়াতপন্থী ডিইউজে’র সাধারণ সম্পাদক বাকের হোসেন, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ও ড্যাবের মহাসচিব ডা. এ এজেডএম জাহিদ হোসেন, ঢাবির অধ্যাপক তাজমেরী এস ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নিউজরুম

শেয়ার করুন