আবুল বাশার, নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজোলার কলম-চামারী ও চৌগ্রামে পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারিদের উদ্যোগে সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষর্ন কর্শশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিভিল সার্জন মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার অপিনিয়ন লিডারদের প্রশিক্ষন শুভ উদ্বোধন করেন ঢাকা ইনসার্ভিস স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি (প্রশাসন অর্থ) এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আবুল হাসনাত। গত ৩০ জানুয়ারী কলম ইউনিয়ন পরিষদের উক্ত বিষয়ে একদিনের অবহিত করন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এর পর চৌগ্রাম ও চামারি ইউনিয়নে প্রশিক্ষর্ন কর্শশালা অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মশালায় ইউপি সদস্য স্কুল শিক্ষিক, মুক্তিযোদ্ধারা অংশ নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান-আরা ডাঃ মনিরা হক, ডাঃ মোজাহিদুল ইসলাম, ডাঃ রেজাউল করিম ,রিসোর্স পারসন ডাঃ কে, এম নাজমুল ইসলাম, কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু প্রভাষক ওয়াহিদুজ্জামান পিন্টু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রকিব, সচিব আজাহাবুল ইসলাম, বকুল এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনে মেডিক্যাল টেকনোলজিস্ট সুলতান আহমেদ।
সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ হেড অব নিউজ