ঢাকা,(১৩ফেব্রুয়ারী) : বাঙালির প্রাণের উৎসব বসন্ত। তবে এবারের বসন্ত যেন ধরা দিয়েছে অন্যবারের চেয়ে একটু ভিন্ন ভাবে। যেন আগুন ঝরা বসন্ত। শাহবাগের গণজাগরণ মঞ্চে চলছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে উত্তাল আন্দোলন। এরই মধ্যে মিলে গেছে পুরো জাতি। তাই এবারের ফাগুন যেন প্রতিবাদের আগুন জ্বালানো ফাগুন।
বুধবার ফাগুনের প্রথম দিনে শাহবাগের গণজাগরণ চত্বরে চলছে ফাগুনের গানের মধ্য দিয়ে একাধারে প্রতিবাদ, অন্যদিকে ফাগুন উদযাপন।
বিকেল ৩টা বাজার সঙ্গে সঙ্গে শুর হয়েছে ফাগুনের আগুন ঝরা প্রতিবাদী গান।
নিউজরুম