মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদক
নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের সহায় সম্বলহীন আনোয়ার হোসেন সেন্টু (৩০) দীর্ঘ ২ মাস যাবৎ ২টি কিডনি নষ্ট হয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
পরিবারকে নিয়ে তিনি এখন দারুন দুঃশ্চিমত্মায় পড়েছেন। তার সুচিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। কিছুদিন পূর্বে তার সুখের সংসার ছিল কর্মঠ যুবক আনোয়ার কঠোর পরিশ্রম করে সংসার চালাত। হঠাৎ একদিন কাজ করতে গিয়ে তার কমরে ও মেরম্নদন্ডে ব্যথা অনুভব করেন।
আক্রান্ত হন কিডনি ব্যধিতে থমকে যায় তার সব উপার্জনের পথ। সংসারে তিনিই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। উপার্জন সামান্য হলেও তাই দিয়ে তাদের পরিবার চলছিল বেশ। বর্তমানে ঢাকা কিডনি ফাউন্ডেশন এ চিকিৎসাধীন রয়েছেন। উক্ত কিডনি ফাউন্ডেনের ডাক্তার তাকে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সফার করতে বলেছেন।
তার এ সমস্যার জন্য তিনি প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে ব্যায়বহুল চিকিৎসা করতে গিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। চিকিৎসকরা এখন তার এ সমস্যার জন্য তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন কর্মহীন অসহায় দরিদ্র পক্ষে এত টাকা যোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়।
এ জন্যে তিনি তার ভবিষ্যত কথা চিন্তা করে দেশের ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন করেছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- কমার্স ব্যাংক, নওগাঁ শাখা হিসাব নং-১৫৬৮ অথবা, আসাদ, রম্নবামা কম্পিউটার, মুক্তির মোড়, নওগাঁ।
আপলোড, ১৩ ফেব্রুয়ারী ২০১৩ সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ হেড অব নিউজ