বকুলতলায় বসন্ত বরণ

0
159
Print Friendly, PDF & Email

ফেব্রুয়ারি, ২০১৩: শাহবাগের তরুণ প্রজন্মের সঙ্গে একাত্ম হয়ে বসন্ত বরণের আয়োজনে এবার খানিকটাপরিবর্তন হয়েছেতবু যারা ফাগুনের প্রথম দিনে ঘুরতে বের হবেন, তাদের জন্যবসন্ত বরণের কয়েকটি স্থানের খোঁজখবর দেওয়া হলোসকাল থেকে সন্ধ্যা অবধিফাল্গুনের প্রথম দিনটিকে উদ্যাপন করতে আছে নানা আয়োজনতবে এত সব আয়োজনেরমাঝে বেছে নিতে হবে আপনার পছন্দের আয়োজন ও স্থানপ্রিয়জন অথবা সঙ্গীকেনিয়ে আপনিও ঘুরে আসতে পারেন নগরের যেকোনো উসব থেকেপ্রকৃতির বসন্ত আরনগরের আয়োজন মিলে ফাগুন ধরা দেবে আপনার কাছে
জাতীয় বসন্ত উদ্যাপনপরিষদের আয়োজনে নগরের সবচেয়ে বড় বসন্ত উসবটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরচারুকলা অনুষদ প্রাঙ্গণের বকুলতলায়এখানে নাচ-গান আর সাংস্কৃতিকঅনুষ্ঠানের সঙ্গে থাকবে বসন্তবিষয়ক আলাপনওয়াইজঘাটের বুলবুল ললিতকলাএকাডেমিতেও থাকবে বসন্তবরণ উসবআয়োজনের ক্ষেত্রে পুরান ঢাকাও পিছিয়েথাকবে নাএখানকার বাহাদুর শাহ পার্কে বসছে বসন্তের প্রথম দিনকে বরণ করেনেওয়ার আয়োজন
জহির রায়হান মিলনায়তনে প্রথমবারের মতো বসন্ত উসব আয়োজন করা হচ্ছে
নগরেরউত্তরায় আজমপুরে থাকছে বসন্ত উসবের ছোঁয়াসাংহাম বটতলায় বসবে এ আয়োজনআর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই থাকবে ফাল্গুনের প্রথম দিনকে বরণ করার আয়োজননতুন প্রকৃতি আর পাখিদের কলকাকলিতেই ধরা দিক নতুনের আবাহনসবগুলো হোকতারই মাধ্যম

 

শেয়ার করুন