বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): এডেটা ব্র্যান্ডের ইউডি৩১০ মডেলের ক্ষুদ্রাকৃতির ইউএসবি পেনড্রাইভ বাজারে এসেছে। ইউএসবি ২ দশমিক শূন্য ইন্টারফেসের এই পেনড্রাইভটি মাত্র ২৩ মিলিমিটার লম্বা এবং ওজন ২ দশমিক ৫ গ্রাম। বিশেষ চিপ অন বোর্ড প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হওয়ায় এটি পানিনিরোধক এবং বৈদ্যুতিক শক প্রতিরোধক।গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা পেনড্রাইভের এ মডেলের ৮ গিগাবাইট, ১৬ ও ৩২ গিগাবাইট পেনড্রাইভের দাম যথাক্রমে ৫২৫ টাকা, ৯৫০ টাকা এবং এক হাজার ৯০০ টাকা।
নিউজরুম