ফাল্গুনের ফুলের ব্যবসায় গণআন্দোলনের প্রভাব

0
141
Print Friendly, PDF & Email

শাহবাগ,(১৩ ফেব্রুয়ারী) : পহেলা ফাল্গুনে ফুলের ব্যবসায় শাহবাগের গণজাগরণ আন্দোলনের প্রভাব পড়েছে। বিক্রেতাদের কেউ কেউ বেশি বিক্রি করতে পারলেও কেউ কেউ বলছেন, গণআন্দোলনের দিকে সবার মন থাকায় ফুল কেনার তেমন কারো আগ্রহ নেই।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ চত্বরের আন্দোলনের ৯ম দিন বুধবার পহেলা ফাল্গুনও। আর দু’টি উপলক্ষকে কেন্দ্র করে বেশি বিক্রির আশায় ফুলের যোগানও বাড়িয়েছেন বিক্রেতারা।কিন্তু এদিন সকাল থেকে ফুল বিক্রির মিশ্র অভিজ্ঞতা জানালেন বিক্রেতারা।
শাহ পরাণ পুষ্প বিতানের বিক্রেতা মো. সবুজ শেখ বলেন, ‘‘আজ প্রতিটি ফুলের আইটেম একশ’ পিস করে বেশি এনেছি। বিক্রিও ভালো। তিন ঘন্টার মধ্যেই প্রায় আড়াই হাজার টাকার ফুল বিক্রি করে ফেললাম।’’
তিনি বলেন, ‘‘পহেলা ফাল্গুন উপলক্ষে মাথায় পরার ফুলের রিং বেশি বিক্রি হচ্ছে। তার সঙ্গে গ্লাডিওলাস ও ফুলের ঝুঁড়িও বিক্রি হয়।’’
অনন্যা পুষ্প বিতানের মো. সাইদুল ইসলাম বলেন, “কয়েক দিন ধরেই গণআন্দোলনের কারণে বেচাবিক্রি কম। ভেবেছিলাম ফাল্গুনের দিন পুষিয়ে যাবে। কিন্তু আজও সবাই আন্দোলনে ব্যস্ত। ফুল কিনছেন না তেমন একটা।’’
চারপাশের রাস্তা বন্ধ থাকায় কাস্টমার আসতে পারছেন না বলেও জানান তিনি। সাইদুল বলেন, ‘‘শাহবাগ ও খামারবাড়ির পাইকারি মার্কেট থেকে ফুল আনা হয়। একটা নির্দিষ্ট সময় পর তা নষ্ট হয়ে যায়। তাই ফুল আনার পর সময়মতো বিক্রি না হলে বড় লোকসান গুনতে হয়। কিন্তু সেগুলো দোকান থেকে না কিনে টোকাইদের কাছ থেকে খুচরো কেনেন তারা। তাই আমরা বেশি বিক্রি করতে পারছি বলে সবাই ভাবলেও আসলে বিক্রি বেশি হচ্ছে না।’’
পহেলা ফাল্গুনে ফুলের ক্রেতার চেয়ে আন্দোলনের সংশ্লিষ্ট পণ্যগুলোই কেনার আগ্রহ অনেকের মাঝে বেশি লক্ষ্য করা গেছে। ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ লেখা মাথার ফিতা, বুকে হলুদ রঙের মানচিত্র আঁকা ছোট পতাকাই বিক্রি হচ্ছে দেদার।

নিউজরুম

শেয়ার করুন