বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): এবারের ভ্যালেনটাইন দিবস একা কাটবে বলে যাঁরা ভাবছেন, সঙ্গী খুঁজে নিতে তাঁরা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন। যোগ্য সঙ্গী খুঁজে পেতে ‘টিন্ডার’ নামের আইফোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যেতে পারে বলেই এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিন্ডার অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। ব্যবহারকারী তাঁর পছন্দ-অপছন্দের তথ্য এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে জানিয়ে রাখতে পারেন, পাশাপাশি কাছের সঙ্গী হতে পারে এমন কারও তথ্যও জানতে পারেন। পছন্দের সঙ্গে মিলে গেলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আলোচনার দিকে এগোতে পারেন তাঁরা।
টিন্ডার অ্যাপ্লিকেশনটি মূলত একটি ডেটিং অ্যাপ্লিকেশন। ২০১২ সালের সেপ্টেম্বরে এ অ্যাপ্লিকেশনটি চালু হয়েছিল। দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সীরাই এ অ্যাপ্লিকেশনটির প্রতি বেশি আগ্রহী।
টিন্ডার নামের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সিন র্যাডের দাবি, এক কোটিরও বেশি যুগলের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছে টিন্ডার অ্যাপ। এ অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি সংগ্রহ করে এবং অজ্ঞাত থেকে আরেক ব্যবহারকারীর আগ্রহ জানতে চায়। আগ্রহ দেখালে তারপর বার্তা বিনিময় শুরু করা যায়।
শিগগিরই টিন্ডারের অ্যান্ড্রয়েড সংস্করণ তৈরির কথা ভাবছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সিন র্যাড।
নিউজরুম