আত্মা ছবিতে বিপাশা

0
168
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): ভৌতিক ছবির ভীষণ ভক্ত বিপাশা বসুএ খবর নিশ্চয়ই কারও অজানা নয়রাজ থ্রিরপর এবার আসছে তাঁর আত্মা ছবিটিসুপার্ন ভারমা পরিচালিত এই ছবিটির প্রথমপ্রদর্শন ছিল গত পরশুসেখানে এসে বিপাশা বললেন, ‘ভয়ংকরের প্রতিমূর্তিহয়ে পড়ছি আমিভৌতিক বিষয়টি পুরোপুরি আনন্দেরআর প্রযোজক এবং দর্শক যদিতা পছন্দ করেন, তাহলে তো কথাই নেইএতগুলো ভৌতিক ছবিতে অভিনয় করেছেন, সবগুলো চরিত্র কি আলাদা হতে পেরেছে? বিপাশার উত্তর, ‘সবগুলো চরিত্রই আলাদাফলে সবগুলো চরিত্রেই আছে আলাদা আলাদা স্বাদআইএএনএস

 

নিউজরুম

 

শেয়ার করুন