রীতিমতো পাউন্ডের সাগরে ভাসছেন অ্যাডেলে

0
151
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): রীতিমতো পাউন্ডের সাগরে ভাসছেন অ্যাডেলে! প্রতিদিন তাঁর গড় আয় ৪১ হাজার পাউন্ড! অ্যাডেলের প্রতিষ্ঠান মেলটেড স্টোন লিমিটেড এক হিসাবে দেখিয়েছে, ব্যাংকে এই তারকার জমা আছে এক কোটি তিন লাখ পাউন্ডসম্মানী বাবদ পেতে যাচ্ছেন আরও ৪৬ লাখ পাউন্ডমূলত টোয়েন্টিওয়ান অ্যালবামটি বাজারে আসার পরই চারপাশ থেকে এমন অর্থ ধরা দিচ্ছে অ্যাডেলেকেঅ্যালবামটি সারা বিশ্বে বিক্রি হয় আড়াই কোটি কপিএক দিকে যেমন অর্থ আসছে, আবার তা দুই হাতে খরচও করছেন অ্যাডেলেসম্প্রতি মায়ের জন্য কিনেছেন ৬০ লাখ পাউন্ডের একটি বাড়িএ ছাড়া লস অ্যাঞ্জেলেসে নিজের জন্য কিনেছেন ৪৭ হাজার পাউন্ডের আরেকটি বাসাএএনআই

 

নিউজরুম

 

শেয়ার করুন