বিনোদন ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): অবসরে ছবি আঁকতে দারুণ পছন্দ করেন বলিউডের অভিনেতা সালমান খান। কিন্তু কাজের প্রচণ্ড চাপে অবসরের ফুরসত খুব একটা মেলে না তাঁর। মাস কয়েক আগে ছবি আঁকা থেকে বিরতি নেওয়ার পর সময় বের করে সম্প্রতি আবারও ছবি আঁকায় মগ্ন হয়েছেন এই ‘দাবাং’ তারকা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, কয়েক মাস বিরতির পর সালমান আবার রং-তুলি হাতে তুলে নিয়েছেন। রাতে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কেউ বেড়াতে গেলে ছবি আঁকায় মগ্ন সালমানকে দেখতে পারবেন। ব্রেসলেট টেবিলের ওপর খুলে রেখে রং মাখানো হাতে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে সালমানের ছবি আঁকার দৃশ্যটা কাছে টানে।
সূত্রটি আরও জানিয়েছে, সালমান নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে ছবি আঁকেন না। মনে যখন যা আসে তা-ই ফ্রেমে বন্দী করার চেষ্টা করেন।তবে বেশির ভাগ সময় মানুষের মুখের স্কেচ আঁকতে দেখা যায় তাঁকে। ভালোবাসার মানুষের মুখের ছবি আঁকতে তিনি খুব পছন্দ করেন। ছবি আঁকার সময় তাঁকে কেউ বিরক্ত না করলেই তিনি খুশি হন। তবে কেউ তাঁর পাশে দাঁড়িয়ে ছবি আঁকা দেখলে মোটেও বিরক্ত হন না।