রিচার্ডস বাংলাদেশে আসছেন নতুন ভূমিকায়

0
162
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৩ ফেব্রুয়ারী): নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছেনওই দলের ব্যাটিং কোচ হিসেবেই কোচিং শুরুএরপর একই দায়িত্ব নেন বিগব্যাশের দল সিডনি সিক্সার্সেরপ্রধান কোচ ট্রেভর বেলিস কলকাতা নাইট রাইডার্সের কোচ হয়ে চলে যাওয়ার পর থেকে সেই দায়িত্বটাও তাঁর
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং কোচ, এমনকি প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করা কোরি রিচার্ডস বাংলাদেশে আসছেন নতুন ভূমিকায়জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ করা হয়েছে এই অস্ট্রেলিয়ানকেইবিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন কাল নিশ্চিত করেছেন বিষয়টি, ‘কোরি রিচার্ডসের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়ে গেছেআমরা কাগজ পাঠালে শ্রীলঙ্কা সফরের আগেই তিনি চলে আসবেনআপাতত চুক্তিটা দুই বছরের হবেমূলত ব্যাটিং কোচ হলেও রিচার্ডসকে ফিল্ডিং কোচ হিসেবে আনার কারণ, বিসিবিতে এই পদের জন্যই আবেদন করেছেন তিনিকোরি রিচার্ডস ফিল্ডিং কোচ হতেই আবেদন করেছেনআর ফিল্ডিং কোচ বলে তো আলাদা কিছু নেইএর আগে আমরা জুলিয়ান ফাউন্টেনকে এনেছিলামসে তো ছিল বেসবল কোচ’—বলেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান
ফিল্ডিং কোচের মতো ব্যাটিং কোচের পদও খালি জাতীয় দলেরশ্রীলঙ্কা সফরের আগে এই পদে বিদেশি কাউকে দেখার সম্ভাবনা কমতবে, ব্যাটিং কোচ হিসেবে একজন ব্রিটিশ কোচকে আনার চেষ্টা করছে বিসিবিএনায়েত হোসেন নামটা না বললেও একটি সূত্রে জানা গেছে, তিনি নিউজিল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি মোলসবাংলাদেশ দলের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ নাকি আগ্রহী মোলসতবে বেতনটা চাইছেন অনেক চড়ামোলস অনেক বেশি বেতন চাইছেন বলে শুনেছিএখন আমরা তো নিশ্চয়ই হেড কোচের চেয়ে বেশি বেতন দিয়ে ব্যাটিং কোচ আনব না’—বলেছে ওই সূত্রসে ক্ষেত্রে বিসিবির আলোচনায় থাকা বিকল্প ব্যাটিং কোচের নামটা বেশ চমকপ্রদজেমি সিডন্স!
হ্যাঁ, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স আবার ফিরতে আগ্রহী বাংলাদেশেতবে ব্যাটিং কোচ হিসেবে নন, তিনি ফিরতে চেয়েছিলেন ফিল্ডিং কোচ হিসেবেবিসিবিতে ফিল্ডিং কোচের চাকরির জন্য আবেদনও করেছেন বর্তমানে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ওয়েলিংটনের কোচ এই অস্ট্রেলিয়ানসিডন্সের আবেদনপত্র পেয়ে বিসিবির মাথায় খেলছে নতুন চিন্তামোলস যেহেতু একটু বেশিই দুষ্প্রাপ্য, যদি সিডন্সকেই আনা যায় ব্যাটিং কোচ হিসেবেপ্রধান কোচ হিসেবে কিছু সীমাবদ্ধতা থাকলেওব্যাটিং কোচসিডন্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কারোরইতবে যে কারণে মোলসকে আনা কঠিন, সে কারণটা সিডন্সের ক্ষেত্রেও প্রযোজ্যপ্রধান কোচ হিসেবে বাংলাদেশে যে টাকা পেতেন, সেটা যে ব্যাটিং কোচ হয়ে এলে দেওয়া হবে না সিডন্সকে! তাতেও কি সিডন্স রাজি হবেন পুরোনো ছাত্রদের দায়িত্ব নিতে?
স্পিন বোলিং কোচ হিসেবে সাকলায়েন মুশতাককে আবার ফিরিয়ে আনতে অবশ্য এমন কোনো প্রশ্ন নেইওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে এই পাকিস্তানি অফ স্পিনারের উপস্থিতি বাংলাদেশের স্পিনারদের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলতাঁর ব্যাপারে তাই আগ্রহী বিসিবিবছরে ১০০ দিনের জন্য কাজ করতে রাজি সাকলায়েনওতবে স্ত্রীর অসুস্থতার কারণে শ্রীলঙ্কা সফরে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনিজিম্বাবুয়ে সফরের কয়েক দিন আগে এসে সেই সফরে দলের সঙ্গী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন একই সঙ্গেবিসিবি একটু সিদ্ধান্তহীনতায় ভুগছে এ ব্যাপারেবছরে ১০০ দিনের বড় একটা অংশ জিম্বাবুয়ে সফরেই শেষ করে ফেলা ঠিক হবে কি না, নাকি অক্টোবরে দেশে নিউজিল্যান্ড সিরিজের আগে তাঁকে আনা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হবে কয়েক দিনের মধ্যেই

 

নিউজরুম

 

শেয়ার করুন