সিরিজ এখন ১-১ সমতা

0
156
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৩ ফেব্রুয়ারী):ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের শচীন টেন্ডুলকারবলাই যায় তাঁকেটি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছয় ও চার ব্রেন্ডন ম্যাককালামেরগতকাল হ্যামিল্টনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৭৪ রানের আরেকটি ম্যাককালামীয়ইনিংসে দলকে ৫৫ রানে জেতালেন নিউজিল্যান্ড অধিনায়কসিরিজে এখন ১-১ সমতা
টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই কিউই ওপেনার গাপটিল ও রাদারফোর্ড ৮ ওভারে তুলে ফেলেছিলেন ৭১ রাননবম ওভারে নেমে সেই ভিতের ওপর দাঁড়িয়েই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ম্যাককালামআউট হয়েছেন ইনিংসের এক বল বাকি থাকতে, ৫টি ছয় ও ৬টি চারে ৩৮ বলে ৭৪ রান করেম্যাককালামের তাণ্ডবেই শেষ দুই ওভারে উঠেছে ৩৮ রানব্রডের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা মেরেছেন ম্যাককালামওই ওভারে উঠেছে ২২ রান, এর ২১-ই তাঁর ব্যাট থেকে
জিততে হলে নিজেদের সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ডটা নতুন করে লিখতে হতো ইংল্যান্ডকেসেই সম্ভাবনাই জাগেনি কখনোবরং ৮০ রানেই ৭ উইকেট হারিয়ে লজ্জায়ই পড়তে যাচ্ছিল তারাজোস বাটলারের ৩০ বলে ৫৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৩৭ পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড১৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন বাঁহাতি পেসার জেমস ফ্রাঙ্কলিনএই ম্যাচের ফলাফলে টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়েও ঘটেছে রদবদল, এই ম্যাচের আগে তিনে থাকা ইংল্যান্ড চলে গেছে ছয়েনিউজিল্যান্ড আছে আটেইসিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী শুক্রবারওয়েবসাইট

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯২/৬ (গাপটিল ৪৭, রাদারফোর্ড ৪০, ব্রেন্ডন ম্যাককালাম ৭৪, টেলর ৪, মুনরো ৭, এলিয়ট ৪, ফ্রাঙ্কলিন ৬*, নাথান ম্যাককালাম ০*; ট্রেডওয়েল ১/২০, ব্রড ০/৫৩, ফিন ০/৩৩, ডার্নব্যাখ ৩/৩৮, রাইট ২/২৪, প্যাটেল ০/২০)
ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৩৭ অলআউট (লাম্ব ১৭, হেলস ৫, রাইট ০, বেয়ারস্টো ৮, মরগান ১৩, বাটলার ৫৪, প্যাটেল ৬, ব্রড ১, ট্রেডওয়েল ২২, ফিন ৫*, ডার্নব্যাখ ০; বোল্ট ০/৪০, ম্যাকলেনাগন ২/২৪, বাটলার ২/৯, নাথান ম্যাককালাম ১/২৬, ফ্রাঙ্কলিন ৪/১৫, এলিয়ট ০/২০)ফল: নিউজিল্যান্ড ৫৫ রানে জয়ী

 

নিউজরুম

 

শেয়ার করুন