ঢাকা,(১৩ফেব্রুয়ারী) : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্য এখন স্ফূলিঙ্গের মতো জ্বলে উঠেছে। শাহবাগের গণজাগরণ চত্বর যখন হয়ে উঠেছে বাংলাদেশের হৃদয়; ঠিক তখনই বসন্ত ফাগুন হাওয়ার দোল লাগিয়েছে বাংলার নিসর্গ প্রকৃতিতে।
ফুলে ফুলে রঙিন হয়ে উঠছে প্রকৃতির সবুজ আঙিনা। যেন আগুন লেগেছে প্রকৃতিতে। মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত তারুণ্যের বুকেও লেগেছে আগুন।
তবে, সে আগুন দ্রোহের। ১৪১৯ বঙ্গাব্দের বসন্ত কেবল প্রেমের হয়ে থাকবে না বরং দ্রোহের আগুন ছড়াবে বাংলাদেশের বুকে। অদ্ভুত শিহরণ জাগিয়ে দুয়ারে এসেছে বসন্ত।শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজেছে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ ছোট কচি পাতা। ধীরগতিতে বাতাসের বয়ে চলা জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। সূর্যোদয়ের সঙ্গে অভিষেক ফাল্গুনের, ঋতুরাজ বসন্তের। শীতে খোলসে ঠুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া অলৌকিক স্পর্শে জেগে উঠেছে।
পলাশ, শিমুল গাছে লেগেছে বসন্তের ছোয়া। প্রকৃতির মতো তারুণ্যের বুকেও আগুন লেগেছে। যে প্রথম জ্বলেছিল শাহবাগ গণজাগরণ চত্বরে তা এখন ৫৬ হাজার বর্গমাইল জুড়ে। বুধবার বসন্তের প্রথম দিনে বাঙালি তাই দ্রোহের আগুনে জ্বলে উঠবে।
বসন্ত শুধু অশোক-পলাশ-শিমুলেই উচ্ছ্বাসের রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তরঙিন পুষ্পিত রক্তের স্মৃতির ওপর রঙ ছড়ায়।
বায়ান্ন সালের ৮ ফাল্গুন বা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারের বসন্তও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে শাহবাগ আন্দোলনের কারণে। ঋতুরাজ বসন্তের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালিরা বসন্ত বরণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসিরও দাবি জানাবেন।
মাঘের শেষেই এবার ফাগুন হাওয়ার দোল লেগেছে বাংলার নিসর্গ প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠছে প্রকৃতির সবুজ অঙ্গন। গাছে গাছে ফুটছে আমের মুকুল। শীতে খোলসে ঠুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে, সত্যি সত্যি সে আজ জাগ্রত দ্বারে।
নিউজরুম