মতিঝিলে গাড়ি ভাঙচুরের চেষ্টা,২৭ শিবির কর্মী আটক

0
111
Print Friendly, PDF & Email

ঢাকা,(১৩ ফেব্রুয়ারী) : রাজধানীর মতিঝিল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশের ধাওয়ায় পালিয়েছে শিবিরের নেতাকর্মীরা। এদিকে, জামায়াত-শিবির ঘোষিত বুধবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন, বাইতুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
নাশকতার আশঙ্কায় ভোর থেকেই এসব এলাকায় অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে ২৭ জনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।  

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শিবিরের এক থেকে দেড়শ’ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মতিঝিল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন