নারায়ণগঞ্জ,(১২ফেব্রুয়ারী): নারায়ণগঞ্জের রুপগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলটসহ সাত জন আহত হয়েছেন।
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকপ্টারের পেঠনের অংশ ভেঙে গেছে।
হেলিকপ্টারের গায়ে লেখা ছিল এমডি৬০০এন।
নিউজরুম