জামায়াতে ‘ইসলামী মঞ্চ’ গঠন বেলা ৩টায়

0
147
Print Friendly, PDF & Email

 

১২ ফেব্রুয়ারি, ২০১৩:জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বেলা ৩টায় রাজধানীর বায়তুলমোকাররাম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে
জামায়াতজানিয়েছেসহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফরমায়েসি দন্ডাদেশপ্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয়া হয়েছেতবেসরকারের পক্ষ থেকে সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়াহয়নি
ন্যদিকে, ওলামায়ে কেরাম শাহবাগ স্কয়ার বাম-রাম ও কমিউনিস্টদের মিলন মেলায় পরিণত হয়েছেদাবী করেছেনবিবৃতিতেতারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির নাটক মঞ্চস্থ করার আড়ালে মূলত ইসলামেরদুশমনরা দেশ থেকে ইসলাম নির্মূলের হুঙ্কার দিচ্ছেধর্মীয় রাজনীতি তথাজিহাদ ফি সাবিলিল্লাহবন্ধের দাবি তোলা হচ্ছেতারা আগামীকাল সকাল ১০টায়মাওলানা সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আহূত ইসলামী মঞ্চেসর্বস্তরেরমুফাসসির, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনতাকে যিকিরসহকারে দলে দলে হাজির হওয়ার আহ্বান জানান

 

নিউজরুম

 

 

শেয়ার করুন