১২ ফেব্রুয়ারি, ২০১৩:জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বেলা ৩টায় রাজধানীর বায়তুলমোকাররাম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
জামায়াতজানিয়েছে’সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফরমায়েসি দন্ডাদেশ’ প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয়া হয়েছে। তবেসরকারের পক্ষ থেকে সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়াহয়নি।
ন্যদিকে, ওলামায়ে কেরাম ‘শাহবাগ স্কয়ার বাম-রাম ও কমিউনিস্টদের মিলন মেলায় পরিণত হয়েছে’ দাবী করেছেন।বিবৃতিতেতারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির নাটক মঞ্চস্থ করার আড়ালে মূলত ইসলামেরদুশমনরা দেশ থেকে ইসলাম নির্মূলের হুঙ্কার দিচ্ছে। ধর্মীয় রাজনীতি তথা‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ বন্ধের দাবি তোলা হচ্ছে। তারা আগামীকাল সকাল ১০টায়মাওলানা সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আহূত ‘ইসলামী মঞ্চে’ সর্বস্তরেরমুফাসসির, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনতাকে যিকিরসহকারে দলে দলে হাজির হওয়ার আহ্বান জানান।
নিউজরুম