সরকার আইনের শাসন প্রতিষ্ঠার করেছে: প্রধানমন্ত্রী

0
477
Print Friendly, PDF & Email

কালিয়াকৈর (১২ফেব্রুয়ারী): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং এরইমধ্যে দু’টি মামলার রায়ও হয়েছে।
তিনি বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর বিএনপি-জামায়াত এবং তত্ত্বাবধায়ক সরকারের অচলাবস্থা কাটিয়ে দেশকে অনেক সামনে এগিয়ে নিয়েছি।’মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম জাতীয় সমাবেশের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা রূপকল্প-২০২১ প্রনয়ন করেছি। এর অংশ হিসেবে গত চার বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্ব মন্দা সত্ত্বেও আমরা সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ চার বছরে ২০ লাখ ৪০ হাজার জনশক্তির বিদেশে কর্মসংস্থান হয়েছে।

এসময়ে রেমিটেন্স এসেছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি ডলার। রপ্তানি আয় ২ হাজার ৪৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে। প্রায় ৩৮২ কোটি ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। চার বছরে রাজস্ব আদায় দ্বিগুণ বেড়েছে’। তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ গত চার বছরে প্রায় ৬ হাজার ৫০০ মেগাওয়াটে  উন্নীত করেছি। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে’।

দীর্ঘ মেয়াদী প্রবৃদ্ধি অর্জনের ফলে বাংলাদেশ এখন বিশ্বের পঞ্চম শীর্ষ দেশে অবস্থান করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে কাজ করেছেন। এরইমধ্যে ১৩ হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্থায়ী করা হয়েছে। আরও বেশি সংখ্যক সদস্যকে স্থায়ী করার বিষয়টি প্রক্রিয়াধীন। আনসার বাহিনীর বিভিন্ন জটিলতার অবসান করেছি। অঙ্গিভূত আনসারদের দৈনিক ভাতা ১৮০ টাকা থেকে বাড়িয়ে ২৩৪ টাকা এবং প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করেছি’।
তিনি বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এ বাহিনীর ৫৯ লাখের বেশি সদস্য গ্রাম গঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে চলেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এ বাহিনীর সদস্যরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। সরকার  এ বছর থেকে অন্যান্য বাহিনীর মতো আনসার ও ভিডিপি সেবা পদক চালু করেছে’।
পরে আনসার বাহিনীর ৩৩তম জাতীয় সমাবেশে উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন ও তিন বাহিনীর প্রধান। পরে প্রধানমন্ত্রী একাডেমির ভেতর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

নিউজরুম

শেয়ার করুন