১২ ফেব্রুয়ারি, ২০১৩: হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারিকরেছেন হাইকোর্ট। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়াহয়েছে। এছাড়া ১১ মামলায় জামিন পাওয়া জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করাহবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক সপ্তাহের মধ্যে ঢাকাজেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংকলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিনইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১১ মামলায় জামিনের নথিপত্রও তলব করেছেন আদালত।এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এক আবেদনের পরিপ্রেেিত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
নিউজরুম