আর্ন্তজাতিক ডেস্ক(১২ ফেব্রুয়ারী): উত্তর কোরিয়া একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের দাবি, আজ মঙ্গলবার উত্তর কোরিয়ায় একটি ভূকম্পন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের দেওয়া তথ্যের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়া দাবি করেছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯। এই মানবসৃষ্ট ভূকম্পন পারমাণবিক পরীক্ষা চালানোর ফলেই হয়েছে। খবর রয়টার্সের।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একজন কূটনীতিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আমরা উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর খবর জানতে পেরেছি।’
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থল হিসেবে পরিচিত একটি স্থানকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর উত্পত্তি ছিল ভূমি থেকে মাত্র এক কিলোমিটার গভীরে।
আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্যমতে, এর আগে ২০০৬ ও ২০০৮ সালে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষায় যে ধরনের ভূকম্পন হয়েছিল, এবারের এই ভূকম্পনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের দাবি, গত সোমবার বেইজিং ও ওয়াশিংটনকে এই পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে কোনো তাত্ক্ষণিক মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
নিউজরুম