একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে

0
131
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১৩ ফেব্রুয়ারী):এক দিন নিম্নমুখী থাকার পর আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারেবেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছেফলে সূচকও বেড়েছেএকই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে
ডিএসই সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছেসকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়বেলা ১১টা ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৮ পয়েন্ট কমলেও এরপর বাড়তে থাকেসূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল
আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছেএর মধ্যে ১৫৩টির দাম বেড়েছে; কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম
আজ ডিএসইতে ৪৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪২ কোটি টাকা বেশি
দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বেক্সিমকো, সায়হাম কটন, সানলাইফ ইনস্যুরেন্স ও সিএমসি কামাল
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২৪ পয়েন্টেসিএসইতে আজ ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছেএর মধ্যে ৯৬টির দাম বেড়েছে; কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম
আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি

 

 

 

নিউজরুম্

 

শেয়ার করুন