বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১২ ফেব্রুয়ারী): বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এবার নিয়ে আসছে স্মার্ট ঘড়ি। সম্প্রতি নতুন এই পণ্যের ডিজাইন পরীক্ষামূলকভাবে প্রকাশ করা হয়। এতে স্মার্টফোনের নানা ধরনের সুবিধা ব্যবহার করা যাবে, যা আইফোনেও ব্যবহার করা যায়। একধরনের বাঁকানো কাচের তৈরি হাতঘড়িসদৃশ এই পণ্য চলবে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস দিয়ে। এটি দিয়ে করা যাবে নানা ধরনের কাজ। এর মধ্যে রয়েছে: মোবাইল পেমেন্ট, বার্তা দেখা, স্বাস্থ্য মনিটর, সংবাদপত্র পড়া ইত্যাদি। পরীক্ষামূলকভাবে চালু হলেও নতুন এই পণ্য নিয়ে কিছু জানায়নি অ্যাপল।
পাশাপাশি তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের সঙ্গেও পরিধেয় প্রযুক্তি নিয়ে কাজ করবে অ্যাপল।সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। পণ্যটি সম্পর্কে জানা গেছে, ইন্টেলের চিপ ও লো পাওয়ার ব্লুটুথ প্রযুক্তির সঙ্গে থাকছে ১.৫ ইঞ্চি স্পর্শকাতর পর্দা এবং অ্যাপলের জনপ্রিয় ভয়েস অ্যাসিসটেন্ট সিরি।
অ্যাপলের নতুন পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরির ব্যাপারটি দারুণ বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মানুষ এখন চায় ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এমন কিছু পণ্য, যা পরিধেয় হিসেবে ব্যবহার করা যাবে।
নিউজরুম