বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১২ ফেব্রুয়ারী):‘আমি তোমায় ভালোবাসি মা’ বিষয়ে ছবি প্রতিযোগিতা চালু করেছে ফটোগ্রাফি লাভারস দল। এর ফেসবুক-ভিত্তিক গ্রুপ ‘রিদম অব ফটোগ্রাফি’ শীর্ষক প্রতিযোগিতায় মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন বিষয়ে ছবি জমা দিতে হবে।
সেরা বিজয়ী পাবেন বিশেষ পুরস্কার। সর্বোচ্চ দুটি ছবি জমা দেওয়া যাবে।
যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
একজন সর্বোচ্চ দুটি ছবি জমা দিতে পারবে।
ছবি পাঠাতে হবে rhythm.photography@ymail.com ঠিকানার ই-মেইলে।
নিউজরুম