গ্র্যামির পুরস্কার

0
171
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১২ ফেব্রুয়ারী): মৃত্যুর ৬০ দিন পর ৫৫তম গ্র্যামির আসরে দুবার উচ্চারিত হলো পণ্ডিতরবিশঙ্করের নামগত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেরস্ট্যাপলস সেন্টারে প্রয়াত এই সেতারসম্রাটকে দেওয়া হয় আজীবন সম্মাননাবাবার হয়ে এই পদক নিয়েছেন আনুশকা শঙ্কর ও নোরা জোনসএ ছাড়া বেস্ট ওয়ার্ল্ডমিউজিক অ্যালবামের পদকটির পাশে লেখা হলো পণ্ডিত রবিশঙ্করের নামএইবিভাগের আরেকজন প্রতিযোগী আনুশকা শঙ্করতবে বাবার হয়ে পদকটি গ্রহণ করেনতিনিই
এবার গ্র্যামির পুরস্কার পেয়েছেন পল ম্যাককার্টনি, অ্যাডেলে ওবিয়ন্স নোয়েলসকিসেস অন দ্য বটম অ্যালবামের জন্য পল ম্যাককার্টনি জিতলেনবেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের সম্মাননাবেস্ট ট্র্যাডিশনালআরঅ্যান্ডবি পারফরম্যান্সের পদক গেছে বিয়ন্সের লাভ অন টপগানটির জন্যআরঅ্যাডেলের হাতে আরেকটি গ্র্যামি উঠল বেস্ট পপ সলো পারফরম্যান্স বিভাগে, ‘সেট ফায়ার টু দ্য রেইনছিল পুরস্কার জেতা গানআইএএনএস

 

নিউজরুম

 

শেয়ার করুন