বিনোদন ডেস্ক(১২ ফেব্রুয়ারী): আরগোর জয়রথ থামছেই না। গত রোববার বেন অ্যাফ্লেকের এই ছবি জিতে নিয়েছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড। সেরা পরিচালকও হয়েছেন বেন অ্যাফ্লেক।সেরা অভিনেতার পুরস্কার গেছে ড্যানিয়েল ডে-লুইসের হাতে, লিঙ্কন ছবিতে অভিনয়ের সুবাদে। আমুর ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম সম্মাননা পেল কোনো ‘জেমস বন্ড’ সিরিজের ছবি। স্কাইফল এবার জিতল আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড। লা মিজারেবল ছবিতে অভিনয় করে অ্যান হ্যাথঅ্যাওয়ে ঘরে তুলেছেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। ডিজ্যাঙ্গো আনচেইনড ছবির ক্রিস্টোফ ওয়ালটজ পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার সম্মাননা। বিবিসি ও এএনআই।
নিউজরুম