ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১১ ফেব্রুয়ারী): জাতীয় সংসদের ৩৭ জন সাংসদ শুল্কমুক্ত-সুবিধায় গাড়ি কেনেননি। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ৩১৫ জন সাংসদ শুল্কমুক্ত-সুবিধায় গাড়ি কিনেছেন।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর-পর্বে এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শহীদুজ্জামান সরকারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৩১৫ জন সাংসদকে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা দেওয়ায় সরকারকে এক হাজার ১০০ কোটি টাকার কর রেয়াত দিতে হয়েছে। দুই শর বেশি সাংসদ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো অথবা স্টেশন ওয়াগন কিনেছেন। ১৮ জন সাংসদ কিনেছেন ভক্সওয়াগন টুরেজ। বাকি সাংসদেরা অন্যান্য মডেলের গাড়ি কিনেছেন।
শুল্কমুক্ত-সুবিধায় গাড়ি না কেনা মন্ত্রীদের তালিকায় আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিমানমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক।
অন্য সাংসদেরা হলেন: জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), ইসহাক হোসেন তালুকদার (সিরাজগঞ্জ-৩), এস কে আবু বাকের (নড়াইল-২), নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫), শওকত মোমেন শাহজাহান (টাঙ্গাইল-৮), আবদুস সালাম (ময়মনসিংহ-৯), রেবেকা মোমেন (নেত্রকোনা-৪), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সাবেক সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ (গাজীপুর-৪), সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন (মাদারীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), মোহসীন আলী (মৌলভীবাজার-৩), এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১০), জোবেদা খাতুন (নারী আসন-১২), সাধনা হালদার (নারী আসন-৩২), হাসিনা মন্নান (নারী আসন-৪৮), পিনু খান (নারী আসন-৪৯), জাতীয় পার্টির নূর-ই হাসনা লিলি চৌধুরী (নারী আসন-৪৩), বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩), বরকত উল্লাহ (নোয়াখালী-৩) ও সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-২)।
নিউজরুম্