স্পোর্টস ডেস্ক(১১ ফেব্রুয়ারী): ৫৮ বলে অপরাজিত ১০৩ রান—১৪ চার, ২ ছয়। ব্যাটে ঝড় তুলে খুলনা রয়েল বেঙ্গলসকে আজ একাই হারিয়ে দিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করে খুলনা। জবাবে ইনিংসের চার বল বাকি থাকতে জয়ের দেখা পায় ঢাকা।
আজকের জয়ের সুবাদে বিপিএলের শীর্ষস্থানটা আরও মজবুত হলো ঢাকার। ১০ ম্যাচে আট জয়—ঢাকার অর্জন ১৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিলেট রয়্যালস। ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট অর্জন করা খুলনার অবস্থান সবার নিচে।
এ ম্যাচে দুর্দান্ত খেলেছেন প্রথমে ব্যাট করা খুলনার ট্রেভিস বার্ট ও জিহান মোবারক। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি বার্ট। ৫৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। মোবারক ৪৩ বলে করেন ৬৫ রান।
১৭৭ রানের লক্ষ্যটা ঢাকার জন্য যথেষ্টই কঠিন ছিল। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগে তিনটি উইকেটের পতন ঘটায় বেশ চাপেও পড়ে যায় দলটি। তবে ইংলিশ ব্যাটসম্যান কবকে সঙ্গে নিয়ে ম্যাচের চিত্র পাল্টে দেন আশরাফুল। চতুর্থ উইকেটে তাঁরা গড়ে তোলেন ৬১ রানের জুটি। ব্যক্তিগত ৩১ রানে কবের বিদায়ের পর আশরাফুলকে যথার্থ সঙ্গ দেন ড্যারেন স্টিফেন্স। ২১ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে দলকে দারুণ এক জয় এনে দেওয়ায় ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ১৭৬/৬ (২০ ওভার)
বার্ট ৯৪*, মোবারক ৬৫, ভিনসেন্ট ৬
টমাস ৩/৩৪, সাকিব ২/২৪, লিডল ১/১৮
ঢাকা: ১৮০/৪ (১৯.২ ওভার)
আশরাফুল ১০৩*, স্টিফেন্স ৩৬*, কব ৩১
জাদরান ১/৩২, সামিউল্লাহ ১/৩৩, মোবারক ১/৮, সানজামুল ১/৩৩
নিউজরুম