শুল্কমুক্ত গাড়িতে, ১১শ’ কোটি রাজস্ব ক্ষতি

0
154
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ মোট ৩৭ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনেন নি। এরমধ্যে মন্ত্রিসভার সদস্য রয়েছেন ১৫ জন। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনেছেন ৩ শ’ ১৫ জন সংসদ সদস্য।

এতে রাষ্ট্রের প্রায় এক হাজার ১ শ’ ২৩ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। সোমবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।নওগাঁর সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রীর দেওয়া জবাব থেকে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেননি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (সিলেট-১), কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (শেরপুর-২), স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহ‍ারা খাতুন (ঢাকা ১৮), সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ (হবিগঞ্জ-৪), বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী মো. ফারুক খান (গোপালগঞ্জ-১), বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (লালমনিরহাট-৩), বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী এনামুল হক (চাপাইনবাবগঞ্জ-১), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক (ঢাকা-১৩), স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির  (ময়মনসিংহ-৩), ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া (পটুয়াখালী-১), খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা (জামালপুর-৫), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), ইসহাক হোসেন তালুকদার (সিরাজগঞ্জ-৩), এস কে আবু বাকের (নড়াইল-২), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), শওকত মোমেন শাহজাহান (টাঙ্গাইল-৮), আব্দুস সালাম (ময়মনসিসংহ-৯), রেবেকা মোমেন (নেত্রকোনা-৪), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (বর্তমানে সদস্য নন), সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন (মাদারীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), সৈয়দ মহসীন আলী (মৌলভীবাজার-৩), এম. আব্দুল লতিফ (চট্টগ্রাম-১০), জোবেদা খাতুন (মহিলা আসন-১২), সাধনা হালদার (মহিলা আসন-৩২), নূর-ই-হাসনা লিলি চৌধুরী (মহিলা আসন-৪৩), হাসিনা মান্নান (মহিলা আসন-৪৮), পিনু খান (মহিলা আসন-৪৯), পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩)।
প্রধান বিরোধী দল বিএনপির শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-২) শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেননি। তবে, জামায়াতের আ ন ম সামশুল ইসলাম চৌধুরী ও হামিদুর রহমান আযাদ এ সুবিধা নিয়েছেন।

আপলোড, ১১ ফেব্রুয়ারী ২০১৩ নিউজরুম

শেয়ার করুন