‘শাহবাগে তত্ত্বাবধায়কের আন্দোলন যোগ করুন’: মির্জা আব্বাস

0
156
Print Friendly, PDF & Email

ঢাকা,(১১ ফেব্রুয়ারী) : শাহবাগের সমাবেশকে যাতে কেউ দলীয়করণ না করতে পারে সে বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শাহবাগের সমাবেশকে আওয়ামী লীগ দলীয়করণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
একই সঙ্গে নতুন প্রজন্ম কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যে আন্দোলন করছে তার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনও যোগ করার আহ্বান জানান মির্জা আব্বাস।
বিএনপি চেয়ারর্পাসন খালেদার জিয়া ও তার ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কমলাপুরের ছাত্রদল আযোজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শাহবাগের সমাবেশকে আওয়ামী লীগ নিজেদের মনে করে তাতে ঢোকার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, “এ সমাবেশে আওয়ামী লীগ ঢুকে দেশবাসীকে যেন বিভ্রান্ত না করতে পারে সেজন্য নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার বলেছেন দাবি করে মির্জা আব্বাস বলেন,  “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রমাণ থাকলে তিনি প্রতিবাদ করুক। আর না করলে তাকে রাজাকার ধরে নেওয়া হবে।”
তিনি শাহবাগের সমাবেশকে ঘিরে সরকারকে খুশি না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সমাবেশ করার অনুমতি দেন, দেখবেন কত বড় সমাবেশ হয়।” মানববন্ধনে সভাপতিত্ব করে ঢাকা দক্ষিণ ছাত্রদলের সভাপতি ইসাহাক সরকার।
এতে আরো বক্তব্য রাখেন- ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বর্তমান সাধারণ সম্পাদক হাবিরুর রশিদ হাবিব, সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধরী আবেদ প্রমুখ।

নিউজরুম

শেয়ার করুন