শাহবাগ, (১১ফেব্রুয়ারী): শাহবাগে আন্দোলনরত হাজার হাজার তরুণ-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক ও মিয়া ভাই ফারুক। সোমবার বেলা ১২টায় তিনি গণজাগরণ মঞ্চে আসেন এবং উপস্থিত তারুণ্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, “তারুণ্যের এ জাগরণ মুক্তিযুদ্ধের চেতনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।”ফারুক বলেন, “মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই- এ কথা তরুণ প্রজন্ম ঘুণে ধরা রাজনতিবিদদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে।”
নিউজরুম