ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১১ ফেব্রুয়ারী): আমরা মতায় থাকাকালে দেশের রাস্তাঘাট সংস্কারসহ ব্যাপক উন্নয়ন করেছি। এই মুহূর্তে ইচ্ছা থাকলেও অবশিষ্টাংশ কাজ একসাথে করা সম্ভব হচ্ছে না। এ সরকারের আমলে ভাঙাচুরা রাস্তাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার করা হচ্ছে।বিগত সরকারের আমলে তা-ও সম্ভব হয়নি। বর্তমানে নতুন করে রাস্তাঘাট নির্মাণ করা সম্ভব নয়Ñ এ কথা বলেছেন বাংলাদেশ সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ অংশের রোস্তমপুর এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রে ওয়ে ব্রিজ পুনঃস্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ওভার লোডের ফলে অধিক মালবাহী যান চলাচলের কারণে রাস্তাঘাটের তি রোধ করতে সরকার ওয়ে ব্রিজ স্থাপনে বেশি জোর দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফজলুল হক চৌধুরী সেলিম প্রমুখ।
নিউজরুম্