রুপশী বাংলা ডেস্ক(১১ ফেব্রুয়ারি, ২০১৩):নাটোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছে পুস্তক ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মনগড়া নীতিমালার কারণে বাধ্য হয়ে উচ্চ মূল্যে বই কিনে যেমন নিঃস্ব হচ্ছে সাধারণ ক্রেতারা তেমনি ভাবে অসাধু ব্যবসায়ীদের পকেট ভরছে। অপরদিকে নিষিদ্ধ নোট বইয়ে বাজার সয়লাব হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে এই পুস্তক ব্যবসায়ী সমিতির কালো সিন্ডিকেট ও নিষিদ্ধ নোট বই বিক্রয় বন্ধের দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা।
সূত্রে জানা যায়, নাটোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কর্তৃক ২য় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত প্রতিটি নোটবইয়ে পঞ্চাশ থেকে ২‘শ টাকা লাভে বিক্রয় নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের কমে বই বিক্রয় করে তাহলে ওই ব্যবসায়ীকে ৫‘শ থেকে ২০হাজার টাকা জরিমানা দিতে বাধ্য করছে নাটোর পুস্তক সমিতি কর্তৃপক্ষ। এতে ব্যবসায়ীদের নির্ধারিত বেশী মূল্যে বই বিক্রয়ের সিন্ডিকেটের কারণে নিঃস্ব হচ্ছে নাটোরসহ সিংড়ার চলনবিলাঞ্চলের লক্ষ লক্ষ বই ক্রেতারা।
চলনবিলাঞ্চল এলাকার সাতপুকুরিয়া গ্রামের কৃষক হাসান আলী জানান, বই ব্যবসায় সিন্ডিকেটের কারণে সিংড়া বাজারের বিভিন্ন দোকান ঘুরে সমিতির নির্ধারিত মূল্যে ৮ম শ্রেণীর একটি পাঞ্জেরী গাইড ৯‘শ টাকায় কিনতে হয়েছে তাকে। কৃষকের ১মণ ধানে একটি বই কিনে হতাশ তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বই ব্যবসায়ী জানান, স্থানীয় পুস্তক সমিতির নীতিমালা ভঙ্গ করে বই বিক্রয় করায় গত এক মাসে নাটোর সদরের জনতা, বই সাগর, আজাদ, মুক্তধারা লাইব্রেরী, লালপুরের বই বিতান, নাজমা বুকডিপো, নাজমুল লাইব্রেরী, সিংড়ার রেখা, জনতা, ইসলামীয়া, সবুজ, রাহিমা, আলহাজ্ব, বিসমিল্লাহ লাইব্রেরী, বাগাতীপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০টি লাইব্রেরী মালিককে অবৈধ ভাবে লক্ষাধিক টাকা জরিমানা দিতে হয়েছে। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে বেশী দামে বই বিক্রয় করছে। তবে সমিতির আস্তাভাজন সদস্যদের ক্ষেত্রে এই জরিমানা দিতে হয় না বলে জানান ব্যবসায়ীরা। বাগাতীপাড়ার বই ব্যবসায়ী জনি আহম্মদ জানান, যারা নীতিমালা ভঙ্গ করে বই বিক্রয় করছে তাদের সতর্ক করা হচ্ছে। তবে যাদের সাথে সমিতির ঝামেলা রয়েছে তাদের জরিমানা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। লালপুরের বই বিতানের মালিক জানান,কোন রশিদ ছাড়া তার দোকানে দু‘বার জরিমানা করা হয়েছে। সিংড়া বাজারের বই ব্যবসায়ী তারেকুজ্জামান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে একদিনেই ১০হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। তাই তারা বাধ্য হয়ে বেশী দামে বই বিক্রয় করছে। তাছাড়া সিংড়ার প্রায় দোকানে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে নাটোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা নীতিমালা ভঙ্গ করেছে, তাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই জরিমানা করা হয়েছে। তবে কারও সাথে সজনপ্রীতি করা হয়নি বলে জানান তিনি।
নিউজরুম