দক্ষিণ সুদানের উত্তরপশ্চিমাঞ্চলীয় জঙ্গলী রাজ্যে উপজাতীয় সহিংসতায় নারী ও শিশুসহ ১০৩ জন নিহত হয়েছেন। রাজ্যের গভর্নরের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। গভর্নর কুওল মানিয়াং জুক রোববার বলেন, শুক্রবার রাজ্যের আকোবো এলাকায় সহিংসতায় ১০৩ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৪জন সৈন্য ও ১৭জন হামলাকারী রয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানায়, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ শতাধিক নিহত হয়েছেন।
মানিয়াং জুক বলেন, বিদ্রোহীরা উপজাতিদের ওপর কয়েক বছর ধরেই হামলা চালিয়ে আসছে।
জাতিসঙ্ঘের হিসেব অনুযায়ী, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ সুদানে দুই হাজার ছয়শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ হামলা ডেভিড ইয়াও ইয়াওয়ের নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন করেছে বলে মনে করেছেন আকোবোর কান্ট্রি কমিশনার গোই জয়নুল।
উল্লেখ্য, দেশটির এক সাবেক সেনা সদস্য ইয়াও ইয়াও বিদ্রোহী সংগঠনটি গড়ে তোলেন। তিনি মুরলে উপজাতি সম্প্রদায়ের সদস্য ছিলেন। ২০১০ সালে সুদানের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর তিনি এ সংগঠন প্রতিষ্ঠা করেন।
আপলোড, ১১ফেব্রুয়ারী ২০১৩. নিউজরুম