শতাধিক পোলট্রি খামার বন্ধ

0
201
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(১১ ফেব্রুয়ারী): খাদ্য, ওষুধ, একদিনের বাচ্চা এবং খামারে ব্যবহৃত উপকরণের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় উলিপুরে এর মধ্যে শতাধিক পোলট্রি খামার বন্ধ হয়ে গেছেফলে এ শিল্পের সঙ্গে জড়িত খামার মালিক, শ্রমিক ও কর্মচারীরা ক্রমেই বেকার হয়ে পড়ছেউপজেলার বিভিন্ন এলাকার খামারি ও খাদ্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, পোলট্রি ব্যবসা লাভজনক হওয়ায় এক যুগ আগে থেকে উপজেলার গুনাইগাছ, তবকপুর, ধামশ্রেণী, বজরাম ধরনী বাড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার নারী-পুরুষরা বেকারত্ব দূর করতে প্রায় তিন শতাধিক পোলট্রি খামার গড়ে তোলেন
ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা মুরগির খাদ্য, ওষুধ ও খামারের উপকরণের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেকিন্তুু সেই তুলনায় মুরগির দাম না বাড়ায় খামারিরা লোকসান খেয়ে এর মধ্যে শতাধিক খামার বন্ধ করে দেয়তাই এ পেশা ছেড়ে অনেকেই ভিন্ন পেশায় ঝুঁকে পড়ছেন

 

নিউজরুম

 

শেয়ার করুন