মুখর শাহবাগের পাঠশালা

0
206
Print Friendly, PDF & Email

১১ ফেব্রুয়ারি, ২০১৩: বাংলাদেশের পাঠশালা এখন শাহবাগসদ্য স্কুল যাওয়া শুরু করেছে যে শিশু, স্কুলের দুরন্ত যে কিশোর, কলেজে ভর্তি হওয়া তরুণ, বিশ্ববিদ্যালয়েরপ্রতিবাদী যুবক, মানবদেহের ব্যবচ্ছেদ শিখতে আসা মেডিকেলের শিক্ষার্থী কিংবাজটিল হিসাব-নিকাশের অঙ্ক শেখা প্রকৌশলের ছাত্র সবার পাঠশালা এখন শাহবাগ
পাঠশালায় ভর্তি হতে কোনো জটিলতা নেইদরকার কেবল দেশপ্রেম আর প্রবল ইচ্ছাআর সেটি আছে বলেই স্কুল-কলেজের পোশাক পরা বিভিন্ন স্কুলের হাজার হাজারছাত্রের পদচারণে এখন মুখর শাহবাগের পাঠশালা
কাদের মোল্লার যাবজ্জীবনসাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হয় জনতাএরপর শাহবাগের প্রজন্ম চত্বর’-এ তৈরি হয় নবজাগরণ মঞ্চছয় দিন ধরে নানাশ্রেণী-পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেনকিন্তু কয়েক দিন ধরেই শাহবাগমাতিয়ে রেখেছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শাহবাগেরবিভিন্ন স্থানে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে তাঁরা কেউ দেশের গান গাইছেনকেউস্লোগান দিচ্ছেনকেউ আবার পোস্টার লিখে বিলিয়ে দিচ্ছেন জনতার মধ্যেহলিক্রস কলেজের উচ্চমাধ্যমিকের কয়েক শ ছাত্রী কলেজের পোশাক পরেই এসেছিলশাহবাগেইতিমধ্যেই তারা বর্ণমালা শিখে গেছেতাই কলেজের ছাত্রী নাহিদা যখনস্লোগান দিচ্ছিল ক-তে কাদের মোল্লাতখন বাকিরা বলে যাচ্ছিলেন তুইরাজাকার, তুই রাজাকার
ভিকারুননিসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফারিয়ানাজনীনও রাজাকারের ফাঁসির দাবিতে এসেছিল শাহবাগেতার বোন একই কলেজেউচ্চমাধ্যমিকে পড়েবোনের সঙ্গে সেও এসেছিল এখানে
বেলা দুইটার দিকেবিভাগের শিক্ষকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতাবিভাগের কয়েক শ শিক্ষার্থী যোগ দেন শাহবাগের আন্দোলনেবিভাগের সাবেকচেয়ারম্যান গোলাম রহমান এ সময় প্রথম আলোকে বলেন, ‘শাহবাগে তারুণ্যের এজাগরণ অভূতপূর্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একদল শিক্ষার্থীবেলা সাড়ে তিনটার দিকে ব্যানার আর মানবতাবিরোধী অপরাধীদের বিচারের স্লোগাননিয়ে যোগ দেন শাহবাগেবিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তাহমিনা আক্তার বলেন, যারা এ দেশটার জন্মই চায়নি, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া ছাড়া কোনো বিকল্পনেই
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাদ্বিতীয় দিন থেকেই আছে এই আন্দোলনেওই কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী আরবিআক্তার, আইরিন আক্তার, তাসফিয়া তাহসিন, নাজনীনসহ আরও অনেকে বলল, এইবাংলাদেশের শেষ যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়েযেতে প্রস্তুত
সরকারি বিজ্ঞান কলেজের দুই থেকে তিন শ ছাত্র এক সারিতেসাদা শার্ট পরে বিকেলে এসে যোগ দেয় শাহবাগেফখরুল, অভি, মমিনসহ আরও অনেকেইজানাল, ক্লাস শেষ করেই তারা এখানে চলে এসেছেকাকলী উচ্চবিদ্যালয়ের চতুর্থশ্রেণীর ছাত্রী সেঁজুতি, সালমা, লাভলী ও সুমি সমস্বরে জানায়, রাজাকারদেরফাঁসি চাইতে তারা এখানে এসেছে
জাদুঘরের সামনে গোল হয়ে স্লোগানদিচ্ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শ খানেক শিক্ষার্থীশিমনমাহমুদ, এম আহমেদ, মিশো চৌধুরী, শুভ সাহা, আদৃতা ইসলাম, সাহিলা, তাজবিনা ওনূর জানালেন, রাজাকারদের ফাঁসি দিয়ে তাঁরা দেশকে কলঙ্কমুক্ত করতে চান
চারুকলারএকদল শিক্ষার্থী ফাঁসির দাবির নানা পোস্টার আর ব্যঙ্গচিত্র নিয়ে গোল হয়েবসেছিলেন জাদুঘরের সামনেআইরিন আক্তার, শারমিন, শুভ, মামুনম রাকিব, ফয়সালজানালেন, বাংলাদেশের তরুণরা এই দেশে কোনো রাজাকারকে, একাত্তরের কোনো খুনিকেদেখতে চায় না

শেয়ার করুন