নাশকতার অভিযোগে সাঈদীর ছেলেসহ ৫ জন আটক

0
182
Print Friendly, PDF & Email

ঢাকা,(১১ ফেব্রুয়ারী): নাশকতার পরিকল্পনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে তার তিন সহযোগী ও গাড়িচালকসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সহকারী কমিশনার (এসি) গোবিন্দ চন্দ্রের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সকাল থেকে শামীমকে বহনকারী একটি মাইক্রোবাসকে অনুসরণ করে উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে তাদের আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম জানান, সোমবার সকালে শামীম সাঈদী এবং তার সহযোগী মোশারফ হোসেন, আব্দুর রশিদ ও হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে তাদের গাড়িচালককেও।  

আটকের পর প্রথমে তাদের উত্তরা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাইক্রোবাস রেখে নিজেদের গাড়িতে করে ডিবি কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় গোয়েন্দা পুলিশ। ওসি গোবিন্দ চন্দ্র জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

শেয়ার করুন