সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার

0
300
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জ, (১১ ফেব্রুয়ারী: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদানন্দপুর স্টেশনে সোমবার ভোরে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।
 
উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক এএসপি অশোক কুমারের নেতৃত্বে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে চারটি প্যাকেটে মোড়ানো মালিকবিহীন এ হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব কর্মকর্তা অশোক জানিয়েছেন।

নিউজরুম

শেয়ার করুন