জিমেইল কাউকে দিয়ে পড়ানো হয় না

0
127
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১১ ফেব্রুয়ারী): বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট অভিযোগ করেছিল যে, গুগলের মেইল সার্ভিস জিমেইলের প্রত্যেকটি মেইল পরীক্ষা করে সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়এতে জিমেইল ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়সম্প্রতি মাইক্রোসফটের এ অভিযোগের জবাবে গুগল জানিয়েছে, জিমেইলের মেইল কাউকে দিয়ে পড়ানো হয় না বরং সফটওয়্যারের পূর্বাভাস অনুযায়ী বিজ্ঞাপন দেখায় গুগলখবর টাইমস অব ইন্ডিয়ার
গুগলের জিমেইল বিরোধী প্রচারণা উপলক্ষে মাইক্রোসফটের অনলাইন সার্ভিসের পরিচালক স্টেফান ওইজ জানিয়েছেন, আমাদের প্রচারণা হচ্ছে মাইক্রোসফটের মেইল সেবা আউটলুক ডটকমের ব্যবহারকারীদের জিমেইল ব্যবহার সম্পর্কে জানানোগুগল কী ধরনের কাজ করছে তা জানাতেই আমাদের এ প্রচারণা
মাইক্রোসফটের প্রচারণা প্রসঙ্গে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, গুগলের বিজ্ঞাপনের কারণেই মানুষকে বিনামূল্যে মেইল সেবাটি ব্যবহার করতে দেয়া হয়আমরা ব্যবহারকারীদের কাজে লাগতে পারে এমন নিরাপদ বিজ্ঞাপন সরবরাহ করতে কাজ করিজিমেইলের অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখাতে কোনো মেইল মানুষ পড়ে নাবিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ বিজ্ঞাপন দেখানো হয়

 

নিউজরুম

 

শেয়ার করুন