বিনোদন ডেস্ক(১১ ফেব্রুয়ারী): শাহবাগে প্রজন্ম চত্বরে এখন হাজারো মানুষের ঢল। থেমে নেই সংগীতশিল্পীরাও।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য তাঁরাও আসছেন। গত শনিবার রাতে প্রজন্ম চত্বরে এসে একটি নতুন গান তৈরি করেছেন চিরকুটের শিল্পীরা। গানটির প্রথম কয়েকটি লাইন হলো; ‘তোর শরীরজুড়ে ঘা, কী ঘেন্না ঘেন্না কী ঘেন্না/ আর তো কিছুই চাই না, ওদের ফাঁসি দিয়ে দেন না/ শাহবাগে জনতার বুকফাটা চিৎকার, তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার’।আর শিরোনাম ‘তুই রাজাকার’।
চিরকুটের সুমী বলেন, ‘আগে থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ মনে হলো, লিখে ফেললাম, পিন্টু সুর দিল, ওখানেই চিরকুটের সবাই মিলে কম্পোজিশন করলাম—মাত্র দুই ঘণ্টার মধ্যে একটি গান তৈরি হয়ে গেল।’
রাতেই প্রজন্ম চত্বরে গানটি গেয়ে শোনান চিরকুটের শিল্পীরা। ওই রাতেই গানটির মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত নেন পরিচালক পিপলু আর খান।প্রজন্ম চত্বরে রাতজুড়ে তৈরি হয় ‘তুই রাজাকার’ গানের মিউজিক ভিডিও।
নিউজরুম