শিক্ষা ডেস্ক(১০ ফেব্রুয়ারী): আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে গতকাল শনিবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ‘ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’-এর ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
সকাল সাড়ে ১০টায় ভবনটির ফলক উন্মোচন ও নতুন ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।এরপর প্রকৌশল অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা ভবনটিতে প্রথম ক্লাস করেন। এ সময় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল হাশেম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা, নবীন শিক্ষার্থীদের বরণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনায় এ কে আজাদ চৌধুরী বলেন, দেশের নতুন নতুন বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসারে অন্যতম ভূমিকা পালন করছে। পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ২০০৯ সালের ২ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব কার্যক্রম চলছিল। ২০১০ সালের ৮ জুলাই পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর এলাকায় ৩০ একর জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হয়।
নিউজরুম