সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিলারি

0
146
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক(১০ ফেব্রুয়ারি, ২০১৩): যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সে দেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়জাতীয় জনমত জরিপে এ তথ্য জানা গেছে
জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ নাগরিক হিলারির পক্ষে সমর্থন দেন৩৪ শতাংশ নাগরিক হিলারি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেনকুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের পরিচালিত জরিপের ফল গত শুক্রবার প্রকাশ করা হয়
ধারণা করা হয়, হিলারি মাত্র এক সপ্তাহ আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানআবার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনিএর পরও ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন হিলারি
জরিপে অংশগ্রহণকারীদের ৫১ ভাগের কাছে ওবামাই সবচেয়ে প্রিয়তবে ৪৬ শতাংশ তাঁকে পছন্দ করেন নাপরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আরেক সম্ভাব্য প্রার্থী বাইডেনের প্রতি সমর্থন রয়েছে ৪৬ শতাংশের
জরিপের সহকারী পরিচালক পিটার ব্রাউন বলেন, প্রেসিডেন্টের জনসমর্থন কমে যাওয়ার এ ঘটনা প্রমাণ করে, অনেক ভোটারই ওবামার প্রতি অসন্তুষ্টরয়টার্স

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন