আবারও মেজাজ হারালেন- মমতা

0
114
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক(১০ ফেব্রুয়ারি, ২০১৩): আবারও মেজাজ হারালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এবার ফটোসাংবাদিকদের কষে চড় মারার হুমকি দিলেন তিনিআজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

 

খবরে বলা হয়েছে, আজ রোববার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় মাটি উত্সবনামের একটি মেলায় যান মমতাসেখানে ফটোসাংবাদিকেরা যখন তাঁর ছবি তুলছিলেন, মমতা তাঁদের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘তোমাদের কষে চড় মারব

 

গত বুধবার রাতে কলকাতা বইমেলায় যান মমতামেলার তিন নম্বর ফটক দিয়ে প্রবেশ করে ভুলক্রমে বের হন এক নম্বর ফটক দিয়েএ সময় তিনি সেখানে তাঁর গাড়ি দেখতে না পেয়ে কিছুটা বিচলিত হয়ে নিরাপত্তা কর্মকর্তাদের উচ্চ স্বরে বকাবকি করেন এবং চড় দেওয়ার হুমকি দেনপরে ওই নিরাপত্তাকর্মী হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারটির জন্য ক্ষমা চান

 

নিউজরুম

 

শেয়ার করুন