সমাজসেবামূলক কাজে আমির ও প্রিয়াঙ্কা

0
167
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১০ ফেব্রুয়ারী): সমাজসেবামূলক নানা কাজে আমির খান জড়িত অনেক দিন ধরেইএবার তাঁর সঙ্গে যোগদিলেন প্রিয়াঙ্কা চোপড়াশিশুমৃত্যুর হার কমানো ও শিশুদের উন্নয়নের জন্যকাজ করবেন তাঁরাএ জন্য তাঁরা পাশে পাচ্ছেন শর্মিলা ঠাকুরকেওজাতিসংঘেরচিলড্রেনস ফান্ডের পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছেতাতে আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া ও শর্মিলা ঠাকুর জোর দিয়েছেন এসব বিষয়েপ্রতিটি শিশুরইবেঁচে থাকার সুযোগ পাওয়া উচিত আর শিশুমৃত্যুর হার কমাতে সবার সচেতন হওয়াপ্রয়োজনএমনটাই বলেছেন এই তারকারাভিডিওটি তৈরি করা হয়েছে কল টু অ্যাকশনফর চাইল্ড সারভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্টশিরোনামের একটি সম্মেলনের অংশহিসেবেআইএএনএস

 

নিউজরুম

 

শেয়ার করুন