বিনোদন ডেস্ক(১০ ফেব্রুয়ারী): সমাজসেবামূলক নানা কাজে আমির খান জড়িত অনেক দিন ধরেই। এবার তাঁর সঙ্গে যোগদিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শিশুমৃত্যুর হার কমানো ও শিশুদের উন্নয়নের জন্যকাজ করবেন তাঁরা। এ জন্য তাঁরা পাশে পাচ্ছেন শর্মিলা ঠাকুরকেও। জাতিসংঘেরচিলড্রেনস ফান্ডের পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। তাতে আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া ও শর্মিলা ঠাকুর জোর দিয়েছেন এসব বিষয়ে। প্রতিটি শিশুরইবেঁচে থাকার সুযোগ পাওয়া উচিত আর শিশুমৃত্যুর হার কমাতে সবার সচেতন হওয়াপ্রয়োজন—এমনটাই বলেছেন এই তারকারা। ভিডিওটি তৈরি করা হয়েছে ‘কল টু অ্যাকশনফর চাইল্ড সারভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট’ শিরোনামের একটি সম্মেলনের অংশহিসেবে। আইএএনএস।
নিউজরুম