এবার যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইতে এলেন নাফিস

0
223
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক(৯ ফেব্রুয়ারি, ২০১৩):যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘কাদের মোল্লার ফাঁসি চাইশাহবাগ প্রজন্ম চত্বরের প্রতিবাদের এই ধ্বনি পুরো দেশে ছড়িয়ে পড়েছেপাঁচ দিন ধরে চলা লাখো জনতার এই স্লোগানে একাত্ম হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস
প্রতিবাদের আগুনের আঁচে প্রতিবাদী হয়ে ওঠেন বিপিএলের খুলনা রয়েল বেঙ্গলসের এই ক্রিকেটারওআজ শনিবার রাতে কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ জনতার মঞ্চে গিয়ে তিনি সংহতি জানানযুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কণ্ঠ মেলান এই বাঁহাতি ওপেনারএ সময় বিক্ষোভকারীদের সঙ্গে তিনিও স্লোগান ধরেন, ‘জয় বাংলা’, ‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই
এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ আরও ক্রিকেটার শাহবাগে যেতে পারেন বলে জানা গেছে

 

নিউজরুম

 

শেয়ার করুন